নাটোরের বড়াইগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে গত শনিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এম.পি। বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বশাক, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লা ও বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবু গৌরপদ মন্ডল।