 |
আশাশুনিতে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা-২০১৮ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, ইউআরসি ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকার, সকল সহকারী শিক্ষা অফিসারবৃন্দ। ইতঃপূর্বে সকল স্কুলে প্রাথমিক ভাবে প্রতিযোগিতা শেষে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার প্রত্যেক ইউনিয়ন থেকে প্রথম স্থান অধিকারী প্রাথমিক স্কুল পর্যায়ে একটি ও মাধ্যমিক স্কুল পর্যায়ে একটি করে ১০ সদস্যের দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিকে যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১ম, বুধহাটা স/প্রা বিদ্যালয় দল ২য় ও খলিসানী স/প্রা বিদ্যালয় দল ৩য় স্থান অধিকার করেছে। মাধ্যমিক পর্যায়ে আশাশুনি মডেল হাই স্কুল দল ১ম, শরাফপুর স্কুল ২য় ও বুধহাটা বিবিএম কলেঃ স্কুল দল ৩য় স্থান এবং কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ দল ১ম স্থান অধিকার করেছে।