বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা মুক্তির দাবিতে বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদাক মোঃ রনি ভূঁইয়ার সভাপতিত্বে হালিমপুরের ধুবিপাথর মাঠে গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় বিশাল সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি হাজী মাসুক মিয়া। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদ সরকার বেগম খালেকা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক রেখে ভোটার বিহীন একটি নীল নকশা নির্বাচন করতে চায়। নিরপেক্ষ নির্বাচন করতে হলে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকার কে বাধ্য করতে হবে। এছাড়া সমস্ত দেশে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে এই সরকার। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান উজ্জ্বল, নিকলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক বাবু তাপস সাহা অপু, ডাঃ সাইফুল ইসলাম, মজতুবা আলী জাহাঙ্গীর বাজিতপুর ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম আশরাফ, পৌর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রহমান শামীম।