 |
৪০তম বিসিএসের খসড়া চূড়ান্ত হয়েছে। এতে প্রায় দুই হাজার শূন্য পদে ক্যাডার নিয়োগ দেওয়া হবে।
১২ জুলাই, বৃহস্পতিবার দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রায় দুই হাজার শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সংখ্যা আরও বাড়তে পারে।
তালিকার ওপর নির্ভর করে ৪০তম বিসিএস পরীক্ষার আয়োজন করবে পিএসসি। চলতি বছরের সেপ্টেম্বরে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসের পরীক্ষা ৩ আগস্ট এবং ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ থেকে ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে ও পত্রিকায় প্রকাশ করব।’
৪০তম বিসিএসে কেউ চাইলে ইংরেজিতেও পরীক্ষা দিতে পারবেন। দেশের আটটি বিভাগে এই পরীক্ষা নেওয়া হবে। এতে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায়ও মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের আলাদা প্রশ্ন রাখা হবে।
লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। এই দুই পরীক্ষকের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে।