“প্রতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি।” প্রতিপাদ্যের আলোকে বাউফলে পরিবার কল্যাণ সেবা ও প্রচেষ্টা সপ্তাহ ২০১৮ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান।
সভায় আগামি ২৪-২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচেষ্টা সপ্তাহ পালন কল্পে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাব আহ্বায়ক হারুন অর রশিদ খান, বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবু প্রশান্ত কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা মোঃ আবু জাফর ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।