পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াতেই সহজ জয় তুলে নিল বাংলাদেশ এ দল।
ওপেনার জাকির হাসান ও ফজলে রাব্বির জোড়া হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮৯ রান। জবাবে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে আইরিশরা থামে ২০২ রানে। ফলে ৮৭ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ এ দল।
উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে দুই ওপেনার জাকির ও সাইফ হাসানের ব্যাটে উড়ন্ত সূচনাই পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এ দুজনের ব্যাট থেকে আসে ১৩৯ রান। জাকির বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুললেও ধীরগতিতে রান করছিলেন সাইফ। ৭৪ বলে ৩৭ রানে সাইফ সাজঘরে ফিরলে ভাঙ্গে এই জুটি।
জাকির হাটছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু ৯২ বলে আট চার ও তিন ছক্কায় ৯২ রান করে পিটার চেইসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তিনে নামা অধিনায়ক মুমিনুল হকও বড় রানের আশা জাগিয়ে থামেন ২৩ রানে। সৌম্য সরকারের পরিবর্তে এ দলে ডাক পাওয়া মোহাম্মদ মিথুন ফিরে যান রানের খাতা না খুলেই।
শেষ দিকে আল আমিন ও ফজলে রাব্বির ব্যাটে তিনশর কাছাকাছি সংগ্রহ স্কোরকার্ডে জমা করে বাংলাদেশ এ দল। পাঁচ চার ও এক ছক্কায় ৪৯ বলে ৪৭ করেন আল আমিন। এ ছাড়া ৪১ বলে পাঁচ চার ও এক ছক্কায় রাব্বি করেন ৫৩ রান। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাঁড়ায় ২৮৯ রান।
জবাবে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে শুরুতেই পথ হারায় আয়ারল্যান্ড উলভস (আয়ারল্যান্ড এ দলের প্রতীকী নাম)। পেসার খালেদ আহমেদের বলে ফিরে যান দুই আইরিশ ওপেনার। তিন নম্বরে নামা অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিও বেশিক্ষণ টিকতে পারেননি।
নতুন বলে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম তাকে সাজঘরের পথ দেখান। ১৪ রানে তিন উইকেট হারানোর পর স্টুয়ার্ট টমসন ও হ্যারি টেক্টরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আয়ারল্যান্ড। তবে দুজনেই থামেন ২৩ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। ছয়ে নামা শেন গেটকেইটের ৩৮ ও আটে নামা টাইরন কেইনের ৪৯ রান কেবল ব্যবধানই কমায়।
শেষ পর্যন্ত দুইশ পেরোতেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশের হয়ে সফলতম বোলার তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি নিয়েছেন তিন উইকেট। এ ছাড়া খালেদ, সানজামুল ও সাইফ উদ্দিন নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২৮৯/৬ (সাইফ ৩৭, জাকির ৯২, মুমিনুল ২৩, আল আমিন ৪৭, ফজলে রাব্বি ৫৩; চেইস ৩/৬৩, কেইন ৩/৬৭)।
আয়ারল্যান্ড উলভস: ৪৬.৩ ওভারে ২০২ (টমসন ২৩, টেক্টর ২৩, গেটকেইট ৩৮, টাকার ২১, কেইন ৪৯, গার্থ ২১; খালেদ ৯-০-২৭-২, সানজামুল ১০-২-৩৫-২, শরিফুল ৯-২-৪০-৩, সাইফ উদ্দিন ৮.৩-০-৩৪-২, ফজলে রাব্বি ৮-০-৩৯-১)।
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৮৭ রানে জয়ী।