 |
বিপুল পরিমান চোরাই স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ নারী নির্যাতন মামলার আসামিকে আটক করেছে মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর নিউ সার্কুলার রোডের ভাড়াটিয়া বাসা ‘জাহানারা মঞ্জিল’ থেকে মনির হোসেন (৩৪) নামের আটককৃত ব্যক্তি বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকার মোল্লার হাওলা গ্রামের আবদুল বারেক হাওলাদারের পুত্র।
মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের ই-মেইল বার্তায় প্রেরিত তথ্যে জানা গেছে, আটককৃত মনির হোসেন নিজেকে মানবাধিকার কমিশনের সদর উপজেলার চেয়ারম্যান পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করে আসছিলো। সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার রাতে নগর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন পিপিএম এর নেতৃত্বে জাহানারা মঞ্জিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া বাসা থেকে কোতোয়ালী মডেল থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মনির হোসেনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার বাসা থেকে নারী ও শিশু নির্যাতন মামলার বাদী বিএম কলেজ এলাকার শরীফ মঞ্জিলের বাসিন্দা সাইদুল ইসলাম সবুরের স্ত্রী তাহমিনা আক্তার বেবীর কাছ থেকে চুরি করা ৭৯ হাজার ৭৫০ টাকা মূল্যের দুইটি স্বর্ণের লকেট যুক্ত চেইন, ৬৬ হাজার টাকা মূল্যের দুইটি হাতের রুলী, ২৩ হাজার ৩৭৫ টাকা মূল্যের একটি স্বর্ণের ব্রেসলেট, ৬০ হাজার ৫ শ’ টাকা মূল্যের চারটি স্বর্ণের আংটি, ২৪ হাজার টাকা মূল্যের দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃতর স্বীকারোক্তি অনুযায়ী নগরীর কাটপট্টি রোডের ‘অলংকার ভবন’ থেকে আসামি মনির হোসেন কর্তৃক বন্ধক রাখা ৫৫ হাজার টাকা মূল্যের আরও একটি স্বর্ণের হার উদ্ধার করা হয়।