রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামে সোমবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে কুপিয়ে জখম করেছে। আহত ঐ শিক্ষক বর্তমানে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি আছে।
ওই শিক্ষকের নাম, মোঃ আবদুর রাজ্জাক মিয়া (৬৩)। সে পাটকিয়াবাড়ী পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক মিয়া জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পাটকিয়াবাড়ী গ্রামের হারান শেখের ছেলে কালাম শেখ, কালাম শেখের স্ত্রী সেলিনা বেগম, আঃ রব শেখের ছেলে পিকুল শেখ, পিকুলের স্ত্রী আছমা বেগম মিলে এলোপাথারী মারপিট করাসহ টেকি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে খবর লেখা পর্যন্ত কোন অভিযোগ থানায় দায়ের করেন নাই ভুক্তভোগী শিক্ষক।