চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে সেপটিক ট্যাঙ্কি ধ্বসে চার নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল বিকাল সোয়া চারটার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদদ্যনাথপুর গ্রামের প্রকৌশলী রুস্তম আলীর বাড়ীর পায়খানার নতুরদন একটি সেপটিক ট্যাঙ্ক তৈরি করছিলো। এ সময় পাশে থাকা পুরাতন একটি সেপটিক ট্যাঙ্ক ধ্বসে পরলে ওই ৪ নির্মাণ শ্রমিক নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে বাচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিসকে খবর দিলে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনার অনেক পরে সেখানে পৌছালে জনরোষের কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়।
প্রত্যক্ষদর্শী বদিউজ্জামান বদি জানায়, ফায়ার সার্ভিসের গাড়ী আসতে দেরি করায় এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে পর পর চারটি মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন-উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের হাশেম আলী(৫২),কওসার আলীর ছেলে জালাল উদ্দিন(২৫),হাসেম আলীর ছেলে সুজন(২৫) ও গঙ্গাদাসপুর গ্রামের জামাত আলীর ছেলে জুয়েল(২৫)।
জীবননগর থনার পরিদর্শক হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।