 |
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ পরিচালিত ক্যামব্রিয়ান কলেজ, মেট্রোপলিটন কলেজ, কিংস কলেজ, উইনসাম মহাবিদ্যালয় ও নর্থ সিটি কলেজ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান আর্ন্তজাতিক কনভেনশন সিটি বসুন্ধরা হল -রোজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিক্ষাসংস্কারক, আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রবক্তা, লায়ন ব্যাক্তিত্ব এবং ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান লায়ন এম.কে. বাশার পিএমজেএফ।
অনুষ্ঠানে তিনি আগামি দিনের শিক্ষার নানাদিক, দেশ-বিদেশ উচ্চশিক্ষা গ্রহণের নির্দেশিকা, গতানুগতিক শিক্ষার বাইরে যুগোপযোগী ক্যারিয়ার গঠনের এক চমকপ্রদ দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে ভবিষৎ বির্নিমার্ণের পেশা শুরু করেতে হবে। ভালোভাবে শুরু হলেই পেশা অর্ধেক সম্পন্ন হয়ে যায়। লেখাপড়ার শুরুটা যেন পরিকল্পিত হয়। উদ্দেশ্য একটি মন্দ সূচনা, মন্দ সমাপ্তি ডেকে আনে। সবসময় নতুনদের প্রত্যাশা চিরন্তর। নতুনরা হচ্ছে আগামির আলোর প্রতিচ্ছবি। বর্তমানের প্রত্যাশিত লেখাপড়ার শুরুটা যেন হয় সাফল্যময় আশার উপর ভর করে। মনে রাখতে হবে যেখানে পরিশ্রম নেই ,সেখানে সাফল্যও নেই।
অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি ঊর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং সমাজের শীর্ষস্থানীয় ব্যাক্তীবর্গ, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় ৩ হাজার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বাস্তবমুখী শিক্ষামূলক বক্তব্য থেকে তাদের সন্তানদের ক্যারিয়ার গঠনের একটি গাইডলাইন পেয়েছেন বলে উপস্থিত অভিভাবকগন জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট লায়ন খন্দকার সেলিমা রওশন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ আশরাফুল এহছান খান, অধ্যক্ষ মাহবুব হাসান লিংকন, অধ্যক্ষ মো: আতাউর রহমান খান, অধ্যক্ষ লে: কর্নেল মো:ফজলুল হক, অধ্যক্ষ পিএসসি বিএসসি (অব :), অধ্যক্ষ মো: কামরুজ্জামান, অধ্যক্ষ মো: আবদুল হাই ভুাইয়া প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগন এবং সমাজের শীর্ষস্থানীয় ব্যাক্তিবর্গ, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের সম্মানিত উপাধ্যক্ষ, শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় ৩ হাজার ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ক্যামব্রিয়ান- কালচারাল একাডেমির পরিবেশনায় একমনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।