জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, মিক্ষক মন্ডলী, কর্মচারী ও স্কাউটস টিমের সকলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। উক্ত বিদ্যালয়’টি সম্প্রতি সরকারি করণে এ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলে গত রবিবার বিকেল ৪টায় এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এস,এম সাইকুল আলম, প্রধান শিক্ষক এস,এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, ওয়াজেদ মেমোরিয়াল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ নজরুল ইসলাম মোল্লা, মোঃ আনিসুর রহমান, এস,এম মালেকুজ্জামান শহিদ ও শিক্ষক লস্কর আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট সকলে।