সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পুরান ঢাকাকে কার্যত অচল করে দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নয়াবাজার মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-মাওয়া, গুলিস্তান-সদরঘাট, সদরঘাট-যাত্রবাড়ী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে সব বিভাগের ক্লাস পরীক্ষা। এসময় নয়াবাজার মোড় অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে ও বিভিন্ন যায়গায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন তারা। তবে আন্দোলনকারী ও পুলিশের সহায়তায় কোর্ট-কাচারির জজদের গাড়ি ও পুলিশের আসামিবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেয়া হয়। এ বিষয়ে আন্দোলনকারীদের একজন বাংলাদেশের খবরকে বলেন, ‘আমরা সব ধরনের ক্লাস পরীক্ষা বাদ দিয়ে এখানে এসেছি। সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে তবুও অনেকে এসে আমাদের মাইকে আমাদের সঙ্গে সংহতি জানাচ্ছেন। আমরা উদ্দীপ্ত, কোটা সংস্কারের আগে রাজপথ ছাড়বো না’। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা তাদের বুঝিয়ে ফেরানোর চেষ্টা করেছি। এছাড়া সার্বিক দিক পর্যবেক্ষন করা হচ্ছে। এদিকে প্রথমে বুধবার সকাল থেকে জবি ক্যাম্পাসে ছাত্রলীগের বাধার মুখে তাঁতীবাজার মোড়ে অবস্থান নিতে বাধ্য হয় পুরান ঢাকার আন্দোলনকারীরা। এতে মিছিলে মিছিলে উত্তাল হতে থাকে তাঁতীবাজার মোড়। পরে দুপুর ১২টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নয়াবাজার মোড়ে অবস্থান নেয় জবি শাখা ছাত্রলীগ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Fairnews24.com, starting the journey from 2010, one of the most read bangla daily online newspaper worldwide. Fairnews24.com
has the highest journalist among all the Bangladeshi newspapers. Fairnews24.com also has news service and providing hourly news to
the highest number of online and print edition news media. Daily more then 1, 00,000 readers read Fairnews24.com online news. Fairnews24.com is
considered to be the most influencing news service brand of Bangladesh. The online portal of Fairnews24.com (www.fairnews24.com) brings latest bangla news
online on the go.
৪৮/১, উত্তর কমলাপুর, মতিঝিল, ঢাকা-১০০০ ফোন : +৮৮ ০২ ৯৩৩৫৭৬৪