শুক্রবার (২৭ জুলাই) রাত। রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজন। উপলক্ষ্য ‘এসএস মিউজিক ক্লাব’-এর যাত্রা। সেখানে উপস্থিত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। শোবিজ অঙ্গনের মানুষ। ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আফরোজা সুলতানা পপি, উপদেষ্টা ও গীতিকার বিলিয়ান বিপু,সংগীত পরিচালক আবিদ রনি,নির্মাতা ওসমান মিরাজ এবং বিশেষ অতিথি হয়ে অনুষ্ঠানে এসেছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস!
মোটামুটি ভরা মজলিসই বলা যায়। আর এখানেই এক পর্যায়ে হঠাৎ চমকে উঠেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কেনো?
এসএস মিউজিক ক্লাব-এর যাত্রালগ্নে অতিথিতের সঙ্গে স্টেজে বসা অপু বিশ্বাস। সবার বক্তব্যের পর মাইকে ঘোষণা করা হলো, এবার তাদের করা পাঁচটি মিউজিক ভিডিও সবার জন্য লঞ্চ করা হবে। কথা মতোই স্পিকারে পুরো ভলিউমে চলছে গান। বেশ জোরেসরে মিউজিকের সঙ্গে গাইছেন নারী কণ্ঠী। মিউজিকের তালে তালে এসময় সুর মেলাতে ও মাথা নাড়াতে দেখা গেছে অনককেই। এমনকি অপু বিশ্বাসও তখন মিউজিকের সাথে সাথে মাথা দোলাচ্ছিলেন। কিন্তু হঠাৎ থমকে গেলেন অপু!