 |
নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এবাদুর রহমান এবাদ।
মুজিব নগর দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং এ সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবহিত করার প্রয়োজনীয়তা উপলদ্ধি করে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুল হকের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন,সাবেক মুক্তি যোদ্ধা কমন্ডার আকতারুজ্জামান আকতার,বীর মুক্তি যোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ,বীর মুক্তি যোদ্ধা বুধেশ^র হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, আত্রাই, নওগাঁ, অধ্যক্ষ রেজাউল করিম, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমুদ্দিন প্রামানিক।
অনষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক/ শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের সমন্নয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।