fairnews24 Logo

সরকারের উন্নয়নের গতিরোধ করার শক্তি কারো নেই:চুমকি

এফএনএস (মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর) : | 11 Jan 2017   09:59:51 PM   Wednesday
 সরকারের উন্নয়নের গতিরোধ করার শক্তি কারো নেই:চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সরকারের উন্নয়নের গতিরোধ করার শক্তি কারো নেই। সরকারের উন্নয়ন প্রচার মানুষের ঘরে ঘরে পৌছে দেয়া সকলের কর্তব্য। পূর্বে আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জে খাদ্য ঘাটতি ছিল। এখন স্বয়ংসম্পূর্ণ। কালীগঞ্জে ৫০% বাড়িতে বিদ্যুৎ নেই। আগামি ২০১৮ সালের মধ্যে উপজেলার সর্বত্র বিদ্যুতের আলো জ¦লবে। শিক্ষা খাতে মেধা ও বিভিন্ন পরীক্ষার ফলাফলে গাজীপুরের মধ্যে কালীগঞ্জ দ্বিতীয় স্থানে রয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, মনোযোগী এবং অভিভাবকদের সচেতনতার জন্যই তা সম্ভব হয়েছে।
গতকাল বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলায় ইউএনও খন্দকার মুঃ মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, তৎকালীন সরকারের সময় নারীরা পিছিয়ে ছিল। বর্তমান সরকারের উদারতা ও পরিশ্রমের ফলে নারীরা নিজেদের কর্মদক্ষতায় এগিয়ে যাচ্ছেন। নারীদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেই তাঁরা স্বয়ংসম্পূর্ণ হচ্ছেন। শিশুরা স্কুলে যায় না, এমন বাড়ি কমই পাওয়া যাবে। তবে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি স্কুলমুখী হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর প্যানেল মেয়র আহমেদুল কবির, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক, জামালপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার, কালীগঞ্জ পৌর আ.লীগের সম্পাদক শাহ আলম দেওয়ান প্্রমুখ।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-15 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।