fairnews24 Logo

কালিগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (নিয়াজ কওছার তুহিন; কালিগঞ্জ, সাতক্ষীরা): | 10 Jan 2018   07:44:33 PM   Wednesday
 কালিগঞ্জে  স্বদেশ প্রত্যাবর্তন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

 কালিগঞ্জের নলতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের র‌্যালি নলতা হাটখোলা থেকে বের হয়ে রওজা মোড়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। নলতা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এসএম আসাদুর রহমান সেলিম। এ সময় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, নলতা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-19 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।