fairnews24 Logo

ভূমিকম্পের পূর্বাভাস দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা

তথ্য প্রযুক্তি ডেস্ক : | 01 Nov 2017   05:07:12 PM   Wednesday
 ভূমিকম্পের পূর্বাভাস দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আজ বিশ্বজুড়ে মাতামাতি। হেন কোনো কাজ নেই যা পারবে না AI সিস্টেম।

পৃথিবীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরই ভরসা করছে বিশ্বের তাবড় ক্ষমতাবান দেশগুলি। এই AI সিস্টেমের মুকুটে এবার নতুন পালক জুড়ল।

ভূমিকম্পও আগে থাকতে আঁচ করতে পারবে AI সিস্টেম। সম্প্রতি এক পরীক্ষার পর এমনই দাবি ‘জিওফিজিক্যাল রিভিউ লেটার্স’-এর গবেষকদের। এই গবেষণা দলে ক্যামব্রিজ ও বস্টন ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা রয়েছেন।

তাঁদের দাবি, আগে থাকতেই ভূমিকম্পের সময় গণনা করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর জেরে আগাম প্রস্তুতির সময় পাওয়া যাবে। বাঁচানো সম্ভব হবে কোটি কোটি প্রাণ।

ল্যাবে নকল কম্পনের ব্যবস্থা করে এই পরীক্ষা করেন বিশেষজ্ঞরা।

গোটা বিষয়টি পর্যবেক্ষণের জন্য AI সিস্টেম সমেত মেশিন বসানো হয়। জানা গেছে, পরিস্থিতির বিশ্লেষণের পর কম্পনের আগেই তার মাত্রা সম্পর্কে সচেতন করে দেয় AI সিস্টেম। এবং পরে যা কম্পনের সঙ্গে মিলেও যায়। গোটা পরীক্ষা সম্পর্কে বিশেষজ্ঞ দলের এক সদস্য বলেন, ‘মেশিন কী করতে পারে ভেবে অবাক হয়ে যাচ্ছি। ’

তবে AI সিস্টেমের সতর্কবাণী ও প্রকৃত ভূমিকম্পের মধ্যে ব্যবধান সম্পর্কে এখনই নিশ্চিত নন বিশেষজ্ঞরা। প্রযুক্তিটি সম্পূর্ণ ব্যবহারে আরো পরীক্ষা প্রয়োজন বলেও জানিয়েছেন তাঁরা।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-15 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।