fairnews24 Logo

রাণীশংকৈল ইএসডিও পিকে এস এফের উদ্যোগে ভিক্ষুক পূর্ণবাস

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | 28 Jun 2018   06:53:32 PM   Thursday
 রাণীশংকৈল ইএসডিও পিকে এস এফের উদ্যোগে ভিক্ষুক পূর্ণবাস

 ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদে গত ২৮ জুন বৃহস্পতিবার ইএসডিও উ˜্যােগে পিকেএসএফের অর্থায়নে ২ জন ভিক্ষুককে পূর্ণবাসণ করা হয়। এসময় দোশিয়া গ্রামের মরিয়ম বেগম ও গুয়াগাঁও গ্রামের রমেশ চন্দ্র রায় কে একলক্ষ করে মোট ২লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। সভায় ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রে নার্থ বর্ম্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক,এপিসি লোকাল প্রশাসন স্বপন কুমার সাহা, জেনারেল ম্যানেজার আনোয়ার হোসেন, প্রকল্প সমন্বয় কারী আল মামুনুর রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, ইউনিয়ন সচিব প্রফুল্ল রায় প্রমূখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-15 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।