fairnews24 Logo

বরিশালে ব্যবসায়ী সমিতির সভাপতিসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | 11 Jan 2018   05:03:40 PM   Thursday
 বরিশালে ব্যবসায়ী সমিতির সভাপতিসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার

জেলার উজিরপুর উপজেলার বামরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ চার মাদক বিক্রেতাকে বুধবার রাতে ১২৪ পিস ইয়াবাসহ গৌরনদীর বাটাজোর এলাকার কবিবাড়ি ব্রিজের ওপর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে ৫৯ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা শহিদ বেপারী, ৫২পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা কালাম সরদার, সাত পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাসুদ রানা ও ছয় পিস ইয়াবাসহ অপর বিক্রেতা আলামিন খলিফাকে গ্রেফতার করে। ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে উত্তর মোড়াকাঠি গ্রামের এমএ তাহের খলিফার পুত্র আলামিন খলিফা বামরাইল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। আটকৃত সকলের বাড়ি উত্তর মোড়াকাঠি গ্রামে। এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই আলমগীর হোসেন বাদি হয়ে আটককৃত ওই চার মাদক বিক্রেতাকে আসামি করে বৃহস্পতিবার সকালে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-19 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।