fairnews24 Logo

রহনপুরে ফেন্সিডিল সহ আটক ২

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | 22 Jun 2018   03:35:59 PM   Friday
 রহনপুরে ফেন্সিডিল সহ আটক ২

 চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ২২৪ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রহনপুর পুরাতন রেলস্টেশন চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শিবগঞ্জের শিকারপুর দক্ষিন পাড়ার মতিউর রহমানের ছেলে মাসুম (২০) অপরজন একই গ্রামের ফায়েম উদ্দীনের ছেলে ইমাম হোসেন (২১)। ডিএসবির উপ-পরিদর্শক আলতাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সাদরুল ও কনষ্টেবল নুরুন্নবীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পুরাতন রেলস্টেশন চত্ত্বরে আমের ক্যারেটের মধ্য থেকে ২২৪ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে করা হয়। তারা ট্রেনযোগে রাজশাহী যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে তিনি জানান।এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯ টা) থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-03-20 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।