fairnews24 Logo

চারঘাটে আন্তঃ উপজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | 11 Jul 2018   07:44:44 PM   Wednesday
 চারঘাটে আন্তঃ উপজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 রাজশাহীর চারঘাটে আন্তঃ উপজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে চারঘাট পাইলট হাইস্কুল মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম, বাঘা উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিন রেজা, দূর্গাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আনোয়ার সাদাত, চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম, পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ। আয়োজিত টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ গ্রহন করবে।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে পবা একাদশ বনাম চারঘাট একাদশ। খেলায় চারঘাট একাদশ একশূন্য গোলে জয়লাভ করে। বৃহস্পতিবার বাঘা একাদশ এর মুখোমুখি হবে বাগমারা একাদশ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
কপিরাইট © 2019-02-19 এফএনএস২৪.কম কর্তৃক সর্ব স্বত্ব ® সংরক্ষিত।