চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত শাহাব উদ্দিন(২৫) নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দেয় বলে পুলিশ জানিয়েছেন। এর আগে ওই মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় শাহাব উদ্দিনকে বুধবার গভীর রাতে বাঁশখালী উপজেলার জলদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে চট্টগ্রাম কোতোয়ালী থানার পরিদশর্ক কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, মাদ্রাসা ছাত্রীকে তিন মাস আগে কয়েকজন যুবক চলন্ত প্রাইভেট কারে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় সহযোগী শাহাব উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছেন। প্রসঙ্গত, এর আগে একই ঘটনায় আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল।