দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি সেনবাগের আরিফ ভূঁইয়া (২৫)নামে এক যুবক নিহত হয়েছে। নিহত আরিফ ভূঁইয়ার বাড়ি সেনবাগ উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামে। সে ওই গ্রামের মিন্নাত আলী ভূঁইয়া বাড়ির সৌদি প্রবাসী আবদুল কাদেরের ছেলে।
সোমবার দিবাগত মঙ্গলবার রাত ৯টারদিকে দক্ষিণ আফ্রিকার লেনাসিয়া এক্সটেনশন ১৩ বিসমিল্লাহ সুপার সপ নামে দোকানে এসে সে দেশের সন্ত্রাসীরা আরিফের নিকট মোটা অংকের টাকার চাঁদা দাবী করে। এ সময় দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ডুকে এলোপাথাড়ী গুলি চালালে সে ঘটনাস্থলেই মারা। এ সময় সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠান থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সকালে তার মৃত্যুর সংবাদ সেনবাগের গ্রামের বাড়িতে পৌছলে পরিবারে শুরু হয় শোকের মাতম। আরিফ ৫ ভাই-বোনের মধ্যে সকলের ছোট। সে ৭ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান এবং সেখানে নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন বলে জানান, স্থানীয় ইউপি মেম্বার আবদুল বারিক।