গতকাল সকালে খুলনা জেলা পুলিশের এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ এর নেতৃত্বে একটি অভিযানিক চৌকস টিম খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পথের বাজার এলাকা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ে অফিস সহায়ক পদে ভুয়া নিয়োগপত্র প্রদান করে অর্থ আত্মসাতকারি মোঃ ওমর আলী শেখ(৩২), পিতাঃ আশরাফ আলী শেখ, গ্রামঃহাজীগ্রাম, থানাঃ দিঘলিয়া এবং একই প্রতারনার সাথে জড়িত স্থানীয় হোমিও চিকিৎসক রাজিয়া সুলতানা (৩১), স্বামীঃ মিজানুর রহমান, গ্রামঃ লাখোহাটি, বারাকপুর, থানাঃ দিঘলিয়া কে আটক করে নগরীর ২ নং কাস্টম ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেলের কার্যালয়ে নিয়ে আসেন। ঘটনার সুত্রে জানা যায় বাতিভিটা গ্রামের প্রভাস বিশ্বাস এর পুত্র সজল বিশ্বাস কে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ে সেনাবাহিনী সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট এর অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়ার আশায় প্রতারক শেখ ওমর আলীকে দেড় লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতানোর পায়তারা করলে সজল বিশ্বাস বিষয়টি আঁচ করতে পেরে আইনের সহযোগিতা চাইলে অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমদের নেতৃত্বে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ভুক্তভোগী এবং প্রতারক চক্রের মধ্যে আলোচনা করে বিষয়টি সমাধান করার জন্য চেষ্টা করছেন।