ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ জন প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আশায় আছেন আগামী ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দিতা করতে কে পাচ্ছেন দলের মনোনয়ন। নেতাকর্মীরা মনে করেন, যার আমলনামা ভালো, দলের জন্য নিবেদিত, তাকেই মনোনয়ন দিবেন দলীয় প্রধান। সর্বত্রই এখন আলোচনা কে হচ্ছেন নৌকার মাঝি ?
দলীয় সুত্রে জানা গেছে, মেয়র পদে কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৮ জন প্রার্থী ঝিনাইদহ জেলা কমিটির কাছে মনোনয়নের জন্য আবেদন করেছেন। তারা হলেন, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতি, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাহেদ কবির লিমন ও পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রশান্ত কুমার খাঁ,বঙ্গুবন্ধু পরিষদের কালীগঞ্জ উপজেলা সভাপতি আবদুর রশিদ খোকন। দলীয় সুত্রে জানা গেছে.আগামী ৩০ জানুয়ারি আওয়ামী লীগের মনোনয়ন কেন্দ্রীয় দপ্তর থেকে চুড়ান্ত করা হবে। ২৪ জানুয়ারি থেকে মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা মনোনয়ন ক্রয় করছেন।
অপরদিকে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে বিএনপির একক দলীয় প্রার্থী হিসেবে সাবেক মেয়র ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমানের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব আবদুল মজিদ।
সোমবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের দলীয় প্রার্থী ঠিক করতে জেলা বিএনপি কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহবায়কদের নিয়ে একটি সভা আহবান করা হয়। সভায় সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান ও মকলেছুর রহমান পিন্টু পৌরসভা নির্বাচনে মেয়র পদে নিজেরা প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করেন। দীর্ঘ আলোচনার পর মকলেছুর রহমান পিন্টু নিজের নাম প্রার্থী হওয়া থেকে প্রত্যাহার করেন। এরপর কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমানকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে তার নাম পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষিত হয়েছে। তফশিল অনুয়ায়ী ২৪ জানুয়ারী থেকে মনোনয়নপত্র বিতরন, ২রা ফেব্রয়ারী মনোনয়নপত্র দাখিল, ৪ ফেব্রুয়ারী যাচাই বাছাই, ১১ই ফেব্রয়ারী প্রত্যাহার ও ২৮ ফেব্রয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৪ শত ৮৪ জন।