বাংলাদেশ আওয়ামী লীগ কেশবপুর পৌর শাখার সাংগঠণিক সম্পাদক মিজানুর রহমান দফাদার, মো” আবদুল গফুর সদস্য পৌর আওয়ামী লীগ ও সভাপতি ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ সংগঠণ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে পৌর আওয়ামী লীগের সভাপতি মো” রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবকলীগ কেশবপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো” সেলিম খান ও খন্দকার মফিজুর রহমানকে সংগঠণ বিরোধী কর্মকা-ে জড়িত থাকার দায়ে সময়িক বহিষ্কার করা হয়েছে। জানা গেছে সাময়িক বহিষ্কারের ঘটনায় সংগঠণের ভিতর ব্যাপক ক্ষেভের সঞ্চার হয়েছে, যাদের বিরুদ্ধে এ সিদ্ধাÍ নেয়া হয়েছে তারা প্রত্যেকেই ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কেশবপুর পৌরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।