আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে ইকোপার্কের পুকুর খনন কাজ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ মার্চ) ইউনিয়নের ৯নং পূর্ব নাকনা কপোতাক্ষ ইকোপার্কে এ পুকুর খনন কাজ উদ্বোধন করা হয়।
ইকোপার্ককে আকর্ষনীয় ও প্রয়োজনীয় সহায়ক হিসাবে গড়ে তুলতে ইকোপার্কের মধ্যে পুকুর খননেন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পুকুর খনন কাজের শুভ উদ্বোধন করেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এ সময় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, গন্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।