কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউনের প্রথম দিনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১ টি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার সকাল ১০ টা থেকে লো ২ টা পর্যন্ত উপজেলার দৌলতপুর থানা বাজার, রিফাইতপুর, আল্লারদর্গা, তারাগুনিয়া এবং হোসেনাবাদ বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় লকডাউন চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১ টি প্রতিষ্ঠানকে ১৮৬০ এর ২৬৯ এবং ভোক্তা অধিকার আইনে ১৪ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইউএনও লকডাউন চলাকালীন সময়ে সকল কে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।