মাগুরা প্রতিনিধি: মাগুরায় ভালবাসার প্রতিদান দিতে দশম শ্রেনির দুই শিক্ষার্থী গলায় ফাস লাগিয়ে মারা গেছে। এর হচ্ছে সদরের বরুনাতৈল গ্রামের মহম্মদ আলীর ছেলে সুমন (১৭) এবং পার্শ্ববর্তী বারাশিয়া গ্রামের মো: হিরক মোল্যার মেয়ে এ্যাণি (১৬)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ জানুয়ারী) সন্ধ্যা ৭ ঘটিকার সময় বরুনাতৈল গ্রামের মহম্মদ আলীর স্ত্রী রুপালী বেগম ছেলে সুমনকে স্থানীয়দের সহায়তায় রুমের দরজা ভেঙ্গে গলায় ফাস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে মাগুরা সরকারি কারিগরি স্কুল এ- কলেজের দশম শ্রেণীর ছাত্র। নিহতের বন্ধুদের ধারনা এ্যানী নামের এক তরুনীর সাথে তার প্রেম ঘটিত বিষয়ে আত্ব হত্যা ঘটতে পারে। বুধবার সকাল ১১ টায় নিহতের জানাযা শেষে বরুনাতৈল কবর স্থানে তাকে দাফন করা হয়।
দাফন শেষ করে ফেরার পথে সংবাদ পাওয় যায় পার্শ্বের বারাশিয়া গ্রামের হিরক মোল্যার মেয়ে এ্যানি (১৬) গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। এই মেয়ের সাথেই নিহত সুমনের প্রেমের সম্পর্ক ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তবে কি কারণে তাদের এই আত্মহত্যা দুই পরিবারের কেউ সুস্পষ্ট ভাবে বলতে পারেনি। নিহত এ্যানি মাগুরা দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এ্যানির প্রতিবেশিরা জানায়, বুধবার সকাল ১১ টায় এ্যানির নিজ ঘরের দরজা বন্ধ দেখে তার মা ডাকতে গেলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে এ্যানিকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশিদের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল ইসলাম জানান, বরুনাতৈল ও বারাশিয়া এলাকায় দুই শিক্ষার্থীর আত্ম হত্যার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এ বিষয়ে দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।