রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা বয়েন উদ্দীন ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজিউন)। বাধ্যক্য জনিত কারণে রোববার সকাল সাড়ে আট টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা মরহুম বয়েন উদ্দীন মাড়িয়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের খেজমুতুল্লা’র ছেলে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর পর জানাযা শেষে পারিবারিক গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম বয়েন উদ্দীনের দাফন সম্পন্ন করা হবে বলে জানাগেছে।