কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ ইকবাল নোহা পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। গতরাত নয়টায় ইসলামাবাদ ইউনিয়নের পাহাসিয়াখালী গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আজ সকালে স্থানীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন নিহত শিক্ষার্থীর পিতা মাওলানা আনোয়ারুল আজম। নিহত নোহা ওই এলাকার মাদ্রাসা শিক্ষক মাওলানা আনোয়ারুল আজম এর দ্বিতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, ফুটবল খেলার পর নোহা ঐ পুকুরে গোসল করতে নেমে প্রায় পাঁচ ঘন্টা নিখোঁজ ছিল। তার মৃত্যুতে এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে