নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচন ১২ জানুয়ারী ২০২৩ বৃহস্পতিবার সকাল সারে ৮টা থেকে বিকাল সারে ৪ চার টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত অবস্থায় ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। এতে ৩ প্রার্থীর মধ্যে আলহাজ¦ মাওলানা মো. আবদুস ছালাম,সাবেক মেয়র (নৌকা প্রতীক)৬,৩০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি সতন্ত্র প্রার্থী শুভেন্দু সরকার পিন্টু প্রাক্তন মেয়র (নারিকেলগাছ প্রতীক)পেয়েছেন ২,৭৩০ ভোট। তৃতীয় স্থানে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুহাম্মদ আবদুল মান্নান (হাতপাখা) পেয়েছেন ১,১৬৭ ভোট।
পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২০,৭৮১ জন তন্মধ্যে পুরুষ- ভোটার ১০,০৬৬ জন ও মহিলা-ভোটার ১০,৭১৫ জন। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় শুন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হল। ভোটাররা এবার তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন বলে প্রমানিত হল।