ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিক পাওয়া পাঁচজন চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত আবদুল হাই (নৌকা) ইসলামি আন্দোলন বাংলাদেশ আবু সাঈদ, ( হাত পাখা) স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন হাওলাদার (আনারস), লোকমান হোসেন (চশমা) ও ফরহাদ হোসেন (মোটরসাইকেল) মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ প্রার্থীদের মাঝে ওই প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। আগামী ২৫ মে ইভিএমে মাধ্যমে চরপাতা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে। চরপাতা ইউনিয়নে উপ-নির্বাচনে ৯ টি ওয়ার্ডে ১৩ টি ভোট কেন্দ্রে ৭৬ টি বুথে ২৩ হাজার ৫৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়েছেন।