ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটে যাত্রী উঠানো নিয়ে এমভি শতাব্দী বাঁধন নামের লঞ্চের স্টাফদের হামলায় দৌলতখান উপজেলা ছাত্রলীগ নেতাসহ কমপক্ষে ১০ যাত্রী আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে লঞ্চ ঘাটে ওই হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আরমান হোসেন সুমনসহ ১০ যাত্রী আহত হন। লঞ্চ ঘাটের প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, এমভি শতাব্দী বাঁধন ও এমভি ফারহান-৫ প্রতিযোগিতা করে লঞ্চে যাত্রী উঠাতে গিয়ে যাত্রী ও স্টাফরা বাগি¦ত-ায় জড়িয়ে পড়ে। বিষয়টি মিমাংসা করার জন্য উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন সুমন এগিয়ে এলে এমভি শতাব্দী বাধঁনের স্টাফরা তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় লঞ্চ স্টাফদের এলোপাতাড়ি হামলায় ঘাটের আরও ১০ যাত্রী আহত হয়। আহত ছাত্রলীগ নেতা সুমন জানায়, খবর পেয়ে আমরা এগিয়ে গেলে স্টাফরা আমাদের ওপরও হামলা করে। আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমভি ফারহান-৫’র ম্যানেজার শাহা আলম বলেন, মারামারি দেখে ঘাট ছেড়ে চলে আসি। উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম খানসহ স্হানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ আহত সুমনকে হাসপাতালে দেখতে আসেন। ছাত্রলীগ নেতা সুমনসহ ১০ যাত্রী আহত হওয়ায় দৌলতখানের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। দৌলতখান থানা পুলিশের উপপরিদর্শক ইসমাইল জানান, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।