শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নগরীতে দুই হাজার দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
নগরীর পশ্চিম কাউনিয়া রোডস্থ আল-মদিনা জামে মসজিদ প্রাঙ্গণে আল-কোরান ফাউন্ডেশনের উদ্যোগে বাদ যোহর দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সাবেক হুইপ ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। খাবার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনায় মজিবর রহমান সরোয়ার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক ক্লান্তি লগ্নে রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহন করেছিলেন। পরবর্তীতে তিনি দেশের মানুষকে ভালবেসে এবং তাদেরকে স্বনির্ভরশীল গড়ে তোলার জন্য আওয়ামী সরকারের বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন। তিনি আরও বলেন, আজ সময় এসেছে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের নেতৃত্বে এই সরকারকে বিতারিত করার। এখানে মহানগর বিএনপি সাবেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। একইদিন সকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত করা হয়।