বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সাম্স পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশক্রমে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় শান্তি সমাবেশের শুরুতে বেকপট্রিস্থ জেলা কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল নগরীর মূল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যূরালে শেষ হয়ে সেখানে শান্তি সমাবেশ করেন জেলা যুবলীগ। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায় শ্রী লক্ষিন চন্দ্র দাস, সদস্য ডিজেল আহমেদ, নওশাদ আলম রাজু, জাহিদুল ইসলাম বাবু, মিলন আহমেদসহ জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।