বরিশালের বাবুগঞ্জে নতুন মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছেন।
বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিদের উদ্যোগে ২ জুন শুক্রবার সকাল ১০ টায় এ মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার কিসমত গ্রামের মোঃ শামিম হোসেন হাওলাদার ও মোঃ আবদুর রাজ্জাক হাওলাদার তাদের প্রায় ১২ শতাংশ পৈত্রিক সম্পত্তি এ মসজিদ নির্মাণে দান করেন।
চাঁদপাশা কিসমত জামে মসজিদ নামে এ মসজিদের ভবন নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যাপক মোঃ মাসুদ হাসান।
এছাড়াও স্থানীয়দের আর্থিক সহায়তায় চাঁদপাশা কিসমত জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মাষ্টার মোঃ শাহজাহান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল ক্যাডেট কলেজের অধ্যাপক মোঃ মাসুদ হাসান।
মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন কালে মাওলানা মোঃ দিদারুল ইসলম এর দোয়া মোনাজাত পরিচালনা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য মোঃ হালিম হাওলাদার, চাঁদপাশা ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজ সেবক কায়েস উদ্দিন মীর, সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর হোসেন(খোকন), মোঃ মনিরুল ইসলাম, সমাজ সেবক আবদুল হক চৌকিদার, সমাজ সেবক আদম আলী হাওলদার, আ'লীগ নেতা আজাহার আলী মল্লিক,মোঃ ফয়সাল হোসেন, মোঃ সাহেদ হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় বক্তারা চাঁদপাশা কিসমত জামে মসজিদ নির্মাণ কাজে বাবুগঞ্জের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহায়তা কামনা করেছেন।