কুড়িগ্রামে শুরু হয়েছে ২দিন ব্যাপি প্রথম স্ট্যান্ডাড রেটিং দাবা টুর্নামেন্ট। শুক্রবার সকালে ২দিন ব্যাপি জেলা ক্রীড়া সংস্থার হল রুমে এ টুর্নামেন্টের উদে¦াধন করেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম। এ টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৫৬জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের উপণ্ডপরিচালক মোঃ আকবর আলী, মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক রোকসানা পারভীন লিপি। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২-২৩ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট পরিচালিত হচ্ছে। কুড়িগ্রাম চেস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের স্বার্বিক তত্বাবধানে রয়েছে।