ভরদুপুরে দিল্লির রাস্তায় ঘুরছেন শাহরুখ খান ! প্রথমে দেখে এমনটিই মনে করে অবাক হয়েছেন পুরো নেটদুনিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই এক ভিডিও ভাইরাল হয়েছে, আর তা দেখে চমকে গেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ভক্ত-অনুরাগীরা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,পরনে জিন্স, স্ট্রাইপ টি-শার্ট, বুট জুতো, আর চোখে রোদ চশমা পরে দিল্লির দুপুরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শাহরুখ খান। ভক্তরা ভেবেছেন বলিউড বাদশার অল্প বয়সের পুরোনো কোনো ভিডিও হয়তো। তবে না, ভিডিওটি একদমই নতুন। আবার অনেকেই ভেবেছিলেন নতুন সিনেমার জন্যই শাহরুখের এই লুক। এটা হয়তো কোনো শুটিংয়েরই অংশ। তবে জানা যায়, ভাইরাল হওয়া সেই ভিডিওর যুবক শাহরুখ নন, তার নাম সুরজ কুমার। কলকাতার এই যুবক বর্তমানে থাকেন ঝাড়খাণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ছোট শাহরুখ’ নামে পরিচিত এই যুবকের ভিডিও ভাইরাল হতেই, অনেকের মন্তব্য- ‘এ যেন সেই নব্বই দশকের শাহরুখ।’ অনেকেই সুরজ কুমারকে বলিউডে অভিনেতা হিসেবে কাজের সুযোগ দেওয়ার দাবিও তুলেন। প্রসঙ্গত, ইনস্টাগ্রামে প্রায় দেড় লাখের বেশি অনুসারী রয়েছে ‘ছোট শাহরুখ’র। অবিকল শাহরুখের মতো চেহারার জন্য তো বটেই, পাশাপাশি তার জনপ্রিয় ছবি ‘বাজিগর’-এর সংলাপ হুবহু নকল করতে পারার জন্য একাধিক বার নজরে এসেছেন তিনি।