রংপুরের পীরগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিশে^শ^র চন্দ্র বর্মণ, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ, সেবণ, আইন প্রয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশ গ্রহনকারীদের ৪টি গ্রুপে বিভক্ত করে তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।