ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী নৌকা ডুবে জুমেল মিয়া (৩) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে এমদাদুল নামে আরেক শিশুকে আশংকাজন অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে নাসিরনগর ফায়ার সার্ভিসের পেছনে লঙ্গন নদীর তীরে নৌকা ঘাটে। নিহতের মা সেলিনা বেগম জানান, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নৌকা যোগে নিজের বাড়িতে(বাপের বাড়ি) সন্তোষপুর যাওয়ার পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর নৌকার সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জুমেল মিয়াকে মৃত্যু ঘোষনা করেন। তারই ভাই অপর শিশু এমদাদুলকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চিকিৎসক হামিদা আক্তার জানান তার অবস্থাও আশংকাজনক রয়েছে। নিহত ও আহত শিশু দুইটি উপজেলা গোয়ালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।