ময়মনসিংহের গফরগাঁওয়ে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান সংগ্রহ-২০২৩ সংগ্রহের আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার গয়েশপুর খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রয় কমিটির সভাপতি মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ আসাদুজ্জামান, খাদ্য পরির্দশক ও গয়েশপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোঃ ইলিয়াস কাঞ্চন, ডিলার আনিস আহম্মেদ প্রমূখ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে ৩০ টাকা কেজি ধরে ধান ১ হাজার ৬৯৬ টন ক্রয় করবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে।