ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সারকারখানা মার্কেটের নিকট জামগাছতলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকাল আনুমানিক পৌনে চারটায় বজ্রপাতের হৃদয় (২২) নামে এক যুবক নিহত হয়েছে এবং উজ্জ্বল নামে আরেকজন যুবক আহত হয়েছেন।
নিহত হৃদয়ের চাচাত ভাই খোকা বাবু জানান, বৃহস্পতিবার বিকাল আনুমানিক পৌনে চারটায় হৃদয় এবং উজ্জ্বল দুজন সারকারখানা সংলগ্ন মাঠ থেকে মহিষ আনতে যাচ্ছিল। এমন সময় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। এ সময় তারা দুজনে সারকারখানা মার্কেটের নিকট জামগাছতলায় আশ্রয় নেয়। আনুমানিক পৌনে চারটায় বিকট শব্ধে বজ্রপাত হয়। এতে হৃদয় এবং উজ্জ্বল আহত হয়। এতে গুরুতর আহত হয় হৃদয়। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় রেলগেইট একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরক ডাক্তার হৃদয়কে মৃতঘোষনা করে। খোকা বাবু জানান, হৃদয় চরচারতলা গ্রামের জসিম মিয়ার গরু-মহিষ মোটাতাজাকরণ খামারে শ্রমিক হিসাবে কাজ করত। এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন, বজ্রপাতে একজন মারা যাওয়ার কথা শুনেছি। নিহত এবং আহত খোজ-খবর নিয়ে বিধি অনুযায়ী আর্থিক সহযোগীতা করা হবে।