একসময় রুপালি পর্দার রোমান্টিক জুটি হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছিলেন দু’জন। কিন্তু খুব বেশি দিন টেকেনি শহিদণ্ডকারিনার সেই সম্পর্ক। ফের এক হতে যাচ্ছেন তারা। শোনা যাচ্ছে, আবারও একই ফ্রেমে দেখা যাবে দু’জনকে। তাদের জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট টু’ এর সিকুয়্যেল নির্মাণের কথা ভাবছেন নির্মাতা। আর এই সিনেমাতেও শহিদ ও কারিনাকেই জুটি হিসেবে পেতে চান তিনি। ২০০৭ সালে মুক্তি পায় শহিদণ্ডকারিনা অভিনীত সিনেমা ‘জব উই মেট’। সে সময় রুপালি পর্দায় রোমান্টিকতায় রীতিমতো ঝড় তুলেছিলেন এই দুই তারকা। ইমতিয়াজ আলি পরিচালিত ওই সিনেমায় শেষবারের মতো জুটি হিসেবে দেখা গিয়েছিল এই দু’জনকে। এ ছাড়া ‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’র মতো একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তারা। তবে ‘জব উই মেট’ সিনেমাটির শুটিং চলাকালীনই সম্পর্কে চিড় ধরেছিল এই প্রেমিক যুগলের। সম্প্রতি সানি-আমিশার ‘গদর টু’ সিনেমা সাফল্য পেয়েছে। মূলত সেই ট্রেন্ডের অনুসরণে ‘জব উই মেট টু’ বানাতে উদ্যোগী হন নির্মাতারা। শহিদণ্ডকারিনার পাশাপাশি চলচ্চিত্রটি নির্মাণের জন্য তারা ইমতিয়াজকে চান বলে জানা গেছে। তবে ‘জব উই মেট টু’ শহিদণ্ডকারিনাকেই চূড়ান্ত করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রসঙ্গত, ২০০৩ সালে শহিদকে ‘ইশ্ক ভিশ্ক’ সিনেমায় দেখেই মুগ্ধ হন কারিনা। ‘ফিদা’ সিনেমায় কাজ করার সময় একে অপরের প্রেমে পড়লেও এখন দু’জনের পথই ভিন্ন। তাদের সেই সম্পর্ক ভাঙার পর সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। অন্যদিকে মীরা রাজপুতের সঙ্গে সংসার পেতেছেন শহিদ। বর্তমানে যার যার সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তারা।
এফএনএস বিনোদন: একসময় রুপালি পর্দার রোমান্টিক জুটি হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছিলেন দু’জন। কিন্তু খুব বেশি দিন টেকেনি শহিদণ্ডকারিনার সেই সম্পর্ক। ফের এক হতে যাচ্ছেন তারা। শোনা যাচ্ছে, আবারও একই ফ্রেমে দেখা যাবে দু’জনকে। তাদের জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট টু’ এর সিকুয়্যেল নির্মাণের কথা ভাবছেন নির্মাতা। আর এই সিনেমাতেও শহিদ ও কারিনাকেই জুটি হিসেবে পেতে চান তিনি। ২০০৭ সালে মুক্তি পায় শহিদণ্ডকারিনা অভিনীত সিনেমা ‘জব উই মেট’। সে সময় রুপালি পর্দায় রোমান্টিকতায় রীতিমতো ঝড় তুলেছিলেন এই দুই তারকা। ইমতিয়াজ আলি পরিচালিত ওই সিনেমায় শেষবারের মতো জুটি হিসেবে দেখা গিয়েছিল এই দু’জনকে। এ ছাড়া ‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’র মতো একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তারা। তবে ‘জব উই মেট’ সিনেমাটির শুটিং চলাকালীনই সম্পর্কে চিড় ধরেছিল এই প্রেমিক যুগলের। সম্প্রতি সানি-আমিশার ‘গদর টু’ সিনেমা সাফল্য পেয়েছে। মূলত সেই ট্রেন্ডের অনুসরণে ‘জব উই মেট টু’ বানাতে উদ্যোগী হন নির্মাতারা। শহিদণ্ডকারিনার পাশাপাশি চলচ্চিত্রটি নির্মাণের জন্য তারা ইমতিয়াজকে চান বলে জানা গেছে। তবে ‘জব উই মেট টু’ শহিদণ্ডকারিনাকেই চূড়ান্ত করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। প্রসঙ্গত, ২০০৩ সালে শহিদকে ‘ইশ্ক ভিশ্ক’ সিনেমায় দেখেই মুগ্ধ হন কারিনা। ‘ফিদা’ সিনেমায় কাজ করার সময় একে অপরের প্রেমে পড়লেও এখন দু’জনের পথই ভিন্ন। তাদের সেই সম্পর্ক ভাঙার পর সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। অন্যদিকে মীরা রাজপুতের সঙ্গে সংসার পেতেছেন শহিদ। বর্তমানে যার যার সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তারা।