বাগেরহাটের শরণখোলায় সরকারি নির্দেশনা মতে মানসম্মত শিক্ষা, পেশাগত ও সাংগঠনিক কাজে সঠিক ভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রনি ভুমিকা পালন করায় বাংলাদেশ স্কাউট শরণখোলা উপজেলা কমিটির তিন জন কর্মকর্তাসহ ৬ জন উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক/২৩ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম শামীম এর নেতৃত্বে যাচাই বাছাই মূল্যায়নের কাজ সমাপ্ত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা পদক মূল্যায়ন কমিটির যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্টত্ব অর্জন করেছেন তারা হলেন উপজেলা স্কাউটসের সহ সভাপতি টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার। তিনি ইতঃপূর্বে একাধিকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ১০৫ নং খোন্তাকাটা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ফরিদ আহমেদ। এ বছর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও ফরিদ আহম্মেদের স্কুলটি নির্বাচিত হয়। স্কুলটির কর্মকা-ে জেলা পর্যায়ে সুনাম ছড়িয়ে পড়েছে।
অপরদিকে উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক ও ৪১ নং উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব লিডার মিজানুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়। এর আগে স্কাউটার মিজানুর রহমান ২০১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছিল।
এ ছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসাবে ১০ নং মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান এবং তাফালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা আক্তার, সাবেক ইউপি সদস্য একরামুল হক কিছলু তালুকদার শ্রেষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আশরাফুল ইসলাম বলেন, স্কুলের সার্বিক উন্নয়ন, পাঠদানের দক্ষতাসহ নানা বিষয় অগ্রণী ভূমিকা পালন করায় উপজেলা প্রাথমিক শিক্ষা পদক মূল্যায়ন কমিটির যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে শ্রেষ্ঠ উপজেলা প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, কাব শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।