আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বজ্রাঘাতে এক মৎস্য ঘের শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত মোন্তাজ সানার ছেলে পলাশ সানা (৪২) সকালে বাড়ির পাশে বিলের মধ্যে মিঠু শাহর মাছের ঘেরে মাটির কাজ করছিলেন। সাড়ে দশটার দিকে কাজ করা অবস্থায় অকস্মাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশের লোকজন জানতে পেরে বাড়িতে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। মৃকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যাসন্তান রেখে গেছেন। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সে মাছের ঘেরে একাই কাজ করছিল। বজ্রপাতের পরে তাকে দেখতে না পেয়ে পাশের ঘেরের লোকজন এগিয়ে গেলে মৃত্যুর ঘটনা জানাজানি হয়।