আট মৌসুমে প্রথমবার ইউরোপা লিগে খেলতে নেমে দারুণ শুরু হলো লিভারপুলের। অস্ট্রিয়ায় এলএএসকে লিঞ্জের কাছে এক গোলে পিছিয়ে পড়েও দলটি জিতেছে ৩-১ গোলের বড় ব্যবধানে। হাফ টাইমে ফ্লোরিয়ান ফ্লেকারের দারুণ স্ট্রাইকে পিছিয়ে পড়েছিল লিভারপুল। লুইস দিয়াজের নৈপুণ্যে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। অস্ট্রিয়ায় এই ম্যাচে দলে বড় পরিবর্তন আনেন ইয়ুর্গেন ক্লাপ। উলভসকে প্রিমিয়ার লিগে হারানো দলটি থেকে পরিবর্তিত ১১ জনের একজন ছিলেন দিয়াজও। প্রথমে তিনি পেনাল্টি আদায় করেন ফিলিপ জিয়েরেইসের ফাউলে। ডারউইন নুনেজ ৫৬ মিনিটে স্পট কিক থেকে ম্যাচে সমতা ফেরান। সাত মিনিট পর দিয়াজ নিজে গোলদাতার খাতায় নাম লেখেন। রায়ান গ্রাভেনবার্খের নিচু ক্রস থেকে জাল কাঁপান কলম্বিয়ান ফরোয়ার্ড। চলতি গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে আসার পর গ্রাভেনবার্খ প্রথমবার শুরুর একাদশে জায়গা পেলেন। এদিন ১৭ বছর বয়সী স্কটিশ উইঙ্গার বেন ডোকও শুরুতেই লিভারপুলের জার্সি গায়ে দেন। গ্রাভেনবার্খ দ্বিতীয়ার্ধে ইনজুরিতে মাঠ ছাড়লে তার স্থলাভিষিক্ত মোহাম্মদ সালাহ তৃতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন। ৮৮তম মিনিটে গোলটি করাতে অবদান রাখেন নুনেজ। অ্যানফিল্ডে ক্লপের উদ্বোধনী মৌসুমের পর প্রথমবার ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতায় খেলছে লিভারপুল। গত মৌসুমে প্রিমিয়ার লিগ পঞ্চম স্থানে থেকে শেষ করে তারা।