আইনমন্ত্রী বলেন, ‘দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া এখন মুক্ত হয়ে ভালো চিকিৎসা পাঁচ্ছেন। সেটাও শেখ হাসিনার মহানুভবতায়’ খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আবেদন করতে হলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। তার চিকিৎসার বিষয়ে মানবিক আবেদন করতে হলে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে।” শনিবার বেলা ১১টার দিকে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও এখন মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাঁচ্ছেন। সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতা আর মহানুভবতায়। তারপরও তারা আবেদন করলে দেখা যাবে।” বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “কেউ যদি আইন ভঙ্গ করেন, তাহলে আইন আইনের গতিতে চলবে। আইনিভাবেই তাদের মোকাবিলা করা হবে।” এ সময় উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।