রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় জেলার আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল থেকে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করে সোমবার দুপুরে মর্গে প্রেরণ করা হয়েছে।
উপজেলার বাগধা গ্রামের মজিবর হাওলাদার জানিয়েছেন, তার মেয়ে ফাতেমা বেগমের (২৬) রোববার দুপুরে বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের স্বামী জাফর পাইকের বাড়িতে বসে রহস্যজনকভাবে মৃত্যু হয়। ফাতেমার মৃতদেহ নিয়ে তার শ^শুর বাড়ির লোকজনে নাটকীয়ভাবে প্রথমে পয়সারহাট উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরে ফাতেমার লাশ নিয়ে উপজেলা হাসপাতালে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ অংকুর কর্মকার ফাতেমাকে মৃত ঘোষণা করেন। ফাতেমার শ^শুর পরিবারের দাবি নিজের ঘরেই তার (ফাতেমা) স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে ফাতেমার বাবার দাবি রহস্যজনকভাবে তার মেয়ের মৃত্যু হয়েছে।
থানার ওসি মোঃ আলম চাঁদ জানিয়েছেন, খবর পেয়ে হাসপাতাল থেকে রোববার রাতে ফাতেমার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ওসি আরও জানিয়েছেন, মৃত ফাতেমার গলায় একটি দাগের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।