ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, আনারস প্রতীকে ৫৮ হাজার ৩৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. ফারুক আহমেদ, নিককটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস ঘোড়া প্রতীকে পেয়েছে ২৫ হাজার ৬৮২, আল আমিন মোটরসাইকেল ১৮হাজার ৪৩৫, কাজী জহির উদ্দিন সিদ্দিক কৈ মাছ ১৩ হাজার ১৭৪, নুরুনাহার বেগম টেলিফোন ১হাজার ২০৩, মোহাম্মদ শাহ আলম কাপ-পিরিচ ১ হাজার ৬, মো. আবদুল মতিন হেলিকপ্টার ৩৬৯, হাবীবুর রহমান দোয়াত-কলম ২০৭ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা মাহমুদা আক্তার শিউলি ৫৮ হাজার ৫৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিককটতম প্রতিদ্বন্দ্বী সাবিনা ইয়াসমিন কলস প্রতীকে পেয়েছে ৩১ হাজার ৩৩৯, মোছেনা বেগম প্রজাপতি ২৬ হাজার ৭০৯ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মাওলানা মেহেদী হাসান চশমা প্রতীকে ৩২হাজার ৪০৪ পেয়ে নির্বাচিত হয়েছে। নিককটতম প্রতিদ্বন্দ্বী নবীনগর পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল আমিন মাইক প্রতীকে পেয়েছে ২৩ হাজার ৫৪৪, মোহাম্মদ সাইফুল আলম ভূঁইয়া তালা ২১হাজার ৮৪১, মোহাম্মদ ইমরান হোসেন বৈদ্যুতিক বাল্ব ১৫ হাজার ৯৩, সঞ্জয় চন্দ্র সাহা টিয়া পাখি ১৪ হাজার ৭৫৭, মো. মোশারফ হোসেন সরকার বই ৩৮৫১, সারোয়ার আলম ভুইয়া টিউবওয়েল ৩৭৩২, মোহাম্মদ মোমেনুল হক উড়োজাহাজ ১৯৩২, মোঃ মহিউদ্দিন আহমদ পালকি ১৯৩১ ভোট পেয়েছেন।
বুধবার রাতে ফলাফল ঘোষণা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানভীর ফরহাদ শামীম।